• ৬০ দিনের সময় প্রাক্তন নৌসেনা আধিকারিকদের
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: মৃত্যুদণ্ড থেকে কারাদণ্ড সাজাপ্রাপ্ত ভারতের প্রাক্তন নৌসেনা আধিকারিকরা এই সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য ৬০ দিন সময় পাবেন। তাঁদের প্রথমে মৃত্যুদণ্ডের সাজা দেয় কাতারের একটি আদালত। গত ২৮ ডিসেম্বর প্রাক্তন নৌসেনা আধিকারিকের সাজা মৃত্যুদণ্ড থেকে কমিয়ে কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। গত অক্টোবরে তাঁদের মৃত্যুদণ্ড দেয় কাতারের আদালত। যদিও সেই রায়ের বিরুদ্ধে অপর একটি আদালতে মামলা রুজু করে নৌসেনা আধিকারিকদের পরিবার।সাজা কমানোর রায়ের কপি ইতিমধ্যেই পৌঁছেছে ভারত সরকারের হাতে। যদিও সেই নথি প্রকাশ্যে আনতে নারাজ বিদেশমন্ত্রক। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই নথিকে গোপনীয় বলে জানিয়েছেন। রণধীর জয়সওয়াল বলেছেন, "২৮ ডিসেম্বর একটি রায় দিয়েছে কোর্ট অফ অ্যাপিল। তারপরেই আমরা বিবৃতি জারি করে জানিয়েছি যে সাজা কমিয়ে কারাদণ্ড করা হয়েছে। আমাদের কাছে এখন রায়ের কপি পৌঁছে গিয়েছে। তবে সেটি গোপনীয় নথি।" তিনি বলেন, "কাতারের সর্বোচ্চ আদালতে আবেদন করার জন্য আদালত ৬০ দিন সময় দিয়েছে। পরবর্তী স্থির করবে আইনি বিভাগ।" তিনি আরও বলেছেন, "আমরা এখন এইটুকুই বলতে পারি যে, ৮জন ভারতীয়ের সাজা কারাদণ্ড করা হয়েছে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে।"
  • Link to this news (আজকাল)