• ইন্ডিগোর উড়ান পরিষেবা নিয়ে চিঠি তৃণমূলের
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য: ইন্ডিগোর পরিষেবা এবং অত্যাধিক দেরি নিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সঠিক সময়ে কর্মী না পাওয়ায় ইন্ডিগোর উড়ান বিলম্বিত হওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এই বিষয়ে ডাইরেক্টর অফ সিভিল অ্যাভিয়েশনের পদক্ষেপের দাবি জানিয়েছেন সাকেত। ডিজিসিএ এর শীর্ষকর্তা বিক্রম দেব দত্তকে চিঠি দিয়েছেন সাকেত গোকলে। বিমান সংস্থার বিরুদ্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। যদিও তা নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি বা জবাব দেয়নি ইন্ডিগো। গত বৃহস্পতিবার সমস্ত দেশীয় এবং অন্তর্দেশীয় উড়ানের টিকিটের ক্ষেত্রে জ্বালানির মূল্য প্রত্যাহার করে নিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। বিমানের জ্বালানির খরচ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বিমান সংস্থাটি। ৪ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ইন্ডিগোর ডিজিকে লেখা চিঠিতে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাকেত। সেখানে তিনি জানিয়েছেন, গত ৪ জানুয়ারি তিনি দিল্লি থেকে আহমেদাবাদ যাচ্ছিলেন ইন্ডিগো বিমানে। সকাল ৫.৫৫টায় বিমানটির উড়ানের কথা থাকলেও, আচমকাই যাত্রীদের জানানো হয়, বিমানটি ছাড়বে সকাল ৬.২৫টায়। খোঁজ নিয়ে সাংসদ জানতে পারেন, একজন পাইট না পৌঁছানোয় উড়ানের সময় পরিবর্তন করা হয়েছে। সাকেতের দাবি, শুধু তাঁর ক্ষেত্রেই নয়, সামাজিক মাধ্যমে ইদানীং ইন্ডিগোর বিরুদ্ধে এই অভিযোগ করেছেন একাধিক সাংসদ এবং সাধারণ যাত্রী। তারপরেও এখনও পর্যন্ত বিমান সংস্থার তরফে কোনও বিবৃতি জারি করা হল না, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এই পরিস্থিতির মোকাবিলায় কী পদক্ষেপ করা হয়েছে ৭ দিনের মধ্যে তা জানানোর দাবি জানিয়েছেন সাকেত গোখলে।
  • Link to this news (আজকাল)