• বাংলাদেশের নির্বাচন নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।" নির্বাচনে প্রধান বিরোধী দলগুলির অংশ না নেওয়ায় এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা ধারবাহিকভাবে বলে আসছি যে, বাংলাদেশে নির্বাচন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমরা এই অবস্থানেই আছি। সর্বশেষ সংবাদ সম্মেলনেও এই প্রশ্ন করা হয়েছিল। তখন আমার পূর্বসূরি ভালোভাবে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। তাই আমি এখানেই বিষয়টি শেষ করছি।’ ভারতের নির্বাচন কমিশনের তিনজন সদস্য ইতিমধ্যে ঢাকা পৌঁছেছেন। যাওয়ার আগে তারা বিদেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি জয়সওয়াল।
  • Link to this news (আজকাল)