• ডুয়ার্সে সেনা ছাউনিতে চিতা শাবক, তদন্তে বনদপ্তর
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন: দিনের বেলা এস.এস.বি"র ছাউনির ভেতর ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘের শাবক। এমন দৃশ্য দেখা গেল শুক্রবার দুপুরে ডুয়ার্সের মেটেলি ব্লকের অন্তর্গত ৪৬ ব্যাটালিয়ন এস.এস.বি ক্যাম্পে। জানা গিয়েছে মালবাজার শহর সংলগ্ন শালবাড়ির এই ছাউনির বিগত কয়েক দিন ধরে ডেরা গেড়েছিল শাবক সহ একটি মা-চিতাবাঘ। এই শাবকটি সেটিরই বলে অনুমান। খবর পেয়েই বনদপ্তরের খুনিয়া স্কোয়ার্ডের আধিকারিক ও কর্মীরা সেখানে ছুটে যান। বনকর্মীরা শাবকটিকে রেসকিউ না করে সেটির উপর নজরদারি চালানোর সিদ্ধান্ত নেন। বনকর্মীদের কাছ থেকে জানা গিয়েছে - রাত হলেই মা চিতাবাঘ ফিরে এসে শাবকটিকে নিয়ে চলে যাবে, এমনটাই সাধারণত হয়ে থাকে। মায়ের কাছে শাবকটি ফিরে না গেলে তবেই সেটিকে উদ্ধার করা হবে বলে জানা গিয়েছে। এই ছাউনির আশেপাশে রয়েছে বেশ কয়েকটি চা বাগান। শীতের মরসুমে চা বাগানের শুকনো নিকাশি নালাগুলিতেই চিতাবাঘ সন্তানের জন্ম দিয়ে থাকে এবং জঙ্গলের বদলে নিরিবিলি চা বাগানে শাবকগুলিকে বড় করে তোলাটা মা চিতাবাঘ পছন্দ করে। এই চা বাগান থেকেই মা-চিতাবাঘটি নিরাপদ আস্তানার খোঁজে এস.এস.বি"র ছাউনির ভেতর চলে এসেছে বলে মনে করা হচ্ছে। খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, তারা চিতাবাঘের শাবকটির গতিবিধির উপর নজর রাখছেন। সাধারণত এমন ছোট শাবক দেখা গেলে তার মা"ও আশেপাশে থাকে। অন্ধকার হলে মা এসে শাবককে অন্যত্র নিয়ে যায়। এই কারনেই বাচ্চাটি আপাতত ওখানেই থাকছে।
  • Link to this news (আজকাল)