• সন্দেশখালি হামলার ঘটনায় আটক ৫
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ সন্দেশখালি। সরবেড়িয়া গ্রামের হামলার ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।শুক্রবার সকালে রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালি গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা। শুক্রবার সকালে ইডি হানা দিয়েছিল জ্যোতিপ্রিয় ‘‌ঘনিষ্ঠ’‌ দুই তৃণমূল নেতার বাড়িতে। এক জন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। অপরজন উত্তর ২৪ পরগনার সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের পাশাপাশি সন্দেশখালি ১ নম্বর ব্লকের সভাপতি শেখ শাহজাহান। এদিন ইডি আধিকারিকরা সরবেরিয়া পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন শাহজাহানের অনুগামীরা। কেন না জানিয়ে আচমকা হানা, এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের কর্মী ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইডির আধিকারিকদের মারধর শুরু করেন শাহজাহানের অনুগামীরা। মাথা ফাটে একজনের। ব্যাপক ভাঙচুর করা হয় গাড়িতে। রীতিমতো ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। বাইক, অটোয় চেপে এলাকা ছাড়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। আক্রান্ত হয় সংবাদমাধ্যমও। ভাঙচুর করা হয় ক্যামেরা। 
  • Link to this news (আজকাল)