• ন্যায়সংহিতায় ‘‌হিট অ্যান্ড রান’‌ নিয়ে শাস্তির প্রস্তাবের প্রতিবাদে মুর্শিদাবাদে ধর্মঘটে বেসরকারি বাস কর্মচারীরা...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন ন্যায়সংহিতায় গাড়ি চাপা দেওয়ার (হিট অ্যান্ড রান) শাস্তি নিয়ে যে সংস্থান রয়েছে, সেখানে কোনও ব্যক্তির মৃত্যুতে বাস বা লরি চালকদের কঠোর শাস্তির প্রস্তাব রাখার প্রতিবাদে এবার পথে নামলেন মুর্শিদাবাদের বেসরকারি বাস কর্মচারীরা। শুক্রবার সকাল থেকে বহরমপুর শহরের বেসরকারি বাস টার্মিনাসে তারা প্রতিবাদ বিক্ষোভে শামিল হয়েছেন। তার ফলে জেলার সদর শহরের বেসরকারি বাসস্ট্যান্ড থেকে শুক্রবার কোনও বাস জেলার কোনও প্রান্তে রওনা হয়নি। ধর্মঘটের জেরে দুর্ভোগের মুখে পড়েছেন কয়েকশো মানুষ। মুর্শিদাবাদ জেলা মোটর শ্রমিক সমন্বয় কমিটির সহ–সম্পাদক আনিসুল আম্বিয়া বলেন, ‘‌ন্যায়সংহিতার নামে কেন্দ্র সরকার যে আইন করছে তাতে বাস বা লরি চালকদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। এই আইন অত্যন্ত ভয়াবহ। আমরা সকলেই জানি সমস্ত দুর্ঘটনা বাস বা লরি চালকদের দোষে হয় না। কিন্তু নতুন আইনে বলা হচ্ছে পথ দুর্ঘটনায় কোনও ব্যক্তির মৃত্যু হলে বা গুরুতর আহত হলে চালকদের ১০ বছরের জেল এবং ৭ লক্ষ টাকা জরিমানা হবে। এই আইন লাগু হয়ে গেলে আমাদের পক্ষে গাড়ি চালানো অসম্ভব হয়ে যাবে।’‌ যদিও কেন্দ্র জানিয়ে দিয়েছে, এটি কার্যকর করার আগে বিবেচনা করা হবে। 
  • Link to this news (আজকাল)