• এই প্রথম বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোটারদের বায়োমেট্রিক...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • তপশ্রী গুপ্ত, ঢাকা: সারা দেশের ভোটদাতারা এবার নতুন পদ্ধতিতে ভোট দেবেন। ই ভি এম-এর বোতাম টেপার আগে আঙুলের ছাপ দিতে হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হলে দু্র্নীতি এড়ানো যাবে বলেই এই ব্যবস্থা বলে জানালেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। এর আগে বিক্ষিপ্তভাবে এই পদ্ধতির ব্যবহার হলেও এই প্রথম পুরো দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হতে চলেছে। ভোটদাতারা প্রথমে ভোটদান কেন্দ্রে ঢুকে এজেন্টের কাছে থাকা তালিকায় নাম নথিভুক্ত করবেন।তারপর বায়োমেট্রিক যন্ত্রে দশ আঙুলের যেকোনো একটির ছাপ দিয়ে তবে ই ভি এম-এর বোতাম টিপবেন। সমস্যা যে নেই এই পদ্ধতিতে তার অবশ্য নয়। সবসময় আঙুলের ছাপ পড়তে চায় না নানা কারণে। বিশেষ করে শীতকালে আঙুল ফাটার কারণে ছাপ পড়তে চায় না। সেক্ষেত্রে কী হবে? নির্বাচনী আধিকারিকরা জানিয়েছেন, সমস্যা হলে রিটার্নিং অফিসারের বিশেষ ক্ষমতা রয়েছে সমাধানের ব্যবস্থা করার। কিন্তু বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট সময়সাপেক্ষ। বিশেষত যেখানে একইদিনে গণনার নিয়ম রয়েছে বাংলাদেশে। সেই সমস্যা তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানিয়েছেন অফিসাররা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে বাংলাদেশ সরকার। ইউনিক আইডেন্টিফিকেশন নম্বরের সঙ্গে বায়োমেট্রিকের সংযোগ। রবিবার ৭ জানুয়ারি ভোটের উত্তাপ এখন দেশ জুড়ে।
  • Link to this news (আজকাল)