• ভারতকে টপকে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়া...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতকে পেছনে ফেলে আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে উঠল অস্ট্রেলিয়া। সাত মাস পর আবারও শীর্ষস্থান ফিরে পেল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন। গত সাত মাস ধরে ক্রমতালিকার শীর্ষে ছিল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছে ভারত। আর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এগিয়ে থাকায় শীর্ষে চলে গিয়েছে অজিরা। ১১৭ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট জিতলে রেটিং আরও বাড়বে অস্ট্রেলিয়ার। চলতি মাসের শেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট খেলবে ভারত। ওই টেস্টে ভাল ফল করতে পারলে আবারও শীর্ষে ওঠার সুযোগ থাকছে টিম ইন্ডিয়ার। ১১৫ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছে ইংল্যান্ড।চতুর্থ থেকে অষ্টমস্থান পর্যন্ত আছে যথাক্রমে- দক্ষিণ আফ্রিকা (১০৬), নিউজিল্যান্ড (৯৫), পাকিস্তান (৯২), শ্রীলংকা (৭৯) ও ওয়েস্ট ইন্ডিজ (৭৭)।৫১ রেটিং নিয়ে নবমস্থানে আছে বাংলাদেশ। ৩২ রেটিং নিয়ে টেবিলের একদম নিচে জিম্বাবোয়ে।
  • Link to this news (আজকাল)