• সন্দেশখালির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা, জানাল ইডি...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সন্দেশখালির সরবেরিয়া গ্রামে হামলার ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারতরফে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এমনটাই জানিয়েছে ইডি। শুক্রবার তৃণমূল নেতা শাহজাহান শেখের উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকার তিনটি ঠিকানায় হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতেই গিয়েছিলেন আধিকারিকরা বলে জানা গিয়েছে। গ্রামে পৌঁছতেই হঠাৎই ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর প্রায় ৮০০ থেকে ১০০০ জন মারমুখী হয়ে ওঠে। তাদের মধ্যে অনেকের হাতে ছিল লাঠি,পাথর ও ইট। যা দিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় ইডির তিন আধিকারিক রাজকুমার রাম, সোমনাথ দত্ত ও অঙ্কুর গুপ্তা গুরুতরভাবে আহত হন। ছিনিয়ে নেওয়া হয় ল্যাপটপ, মোবাইল। ভাঙচুর চালানো হয় গাড়িতেও।
  • Link to this news (আজকাল)