• ISRO Solar Mission Aditya L1: ইতিহাস গড়ল ইসরো, চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল, শুভেচ্ছা মোদীর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৬ জানুয়ারি ২০২৪
  • ISRO Solar Mission Aditya L1:

    ইতিহাস গড়ল ইসরো, চাঁদের পর সূর্য ছুঁয়ে দেখার স্বপ্ন সফল। ৬ জানুয়ারি শনিবার বিকেল ৪টে’য় মহাকাশযানটি ‘হ্যালো অরবিট’ কক্ষপথে ল্যাগ্রাঞ্জ-1 পয়েন্টে সফল ভাবে পৌঁছেছে মহাকাশযান আদিত্য। ল্যাগ্রাঞ্জ-1 পয়েন্ট হল, সেই জায়গা যেখানে পৃথিবী এবং সূর্যের মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ভারসাম্য রয়েছে। এই পয়েন্টটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে, যা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বের মাত্র এক শতাংশ।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)