• গাজার ভবিষ্যৎ নির্ধারণের কোনও অধিকার নেই ইজরায়েলের, বললেন ফরাসি বিদেশমন্ত্রী...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ গাজার ভবিষ্যৎ নির্ধারণের কোনও অধিকার ইজরায়েলের নেই। এমনই মন্তব্য করেছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী ক্যাথরিন কোলোন্না। তিনি বলেন, ‘‌গাজার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ইজরায়েলের নেই। গাজা প্যালেস্তাইনিদের ভূখণ্ড। আমাদের আন্তর্জাতিক আইনের মূলনীতিতে ফিরে যেতে হবে এবং এই নীতিকে সম্মান জানাতে হবে।’‌ সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে প্যালেস্তাইনিদের উচ্ছেদের ঘোষণা করেছেন ইজরায়েলের দুই মন্ত্রী। এরপরই এই মন্তব্য করেন ফ্রান্সের বিদেশমন্ত্রী। ফরাসি মন্ত্রী আরও বলেন, ‘‌ইজরায়েলি মন্ত্রীদের এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন।’‌ এদিকে, লেবানন সহ অন্যান্য অঞ্চলে যেন যুদ্ধ ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখারও আহ্বান জানিয়েছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী। 
  • Link to this news (আজকাল)