• হামাসের আর্থিক মদতদাতাদের সম্পর্কে তথ্য দিতে পারলেই মোটা টাকা পুরষ্কার দেবে আমেরিকা...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্যালেস্টাইনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের পাঁচ আর্থিক মদতদাতা সম্পর্কে তথ্য দিতে পারলেই বড় পুরষ্কার দেবে আমেরিকা। এক কোটি মার্কিন ডলার পুরষ্কার করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। গত ৭ অক্টোবর ইজরায়েলে আচমকা হামলার পর হামাসের উপর চার দফা নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। এরপর গোষ্ঠীটির আর্থিক মদতদাতাদের সম্পর্কে তথ্য চেয়ে পুরষ্কার ঘোষণা করল আমেরিকা। ওই পাঁচ জন হলেন, আবদেল বাসিত হামজা এল হাসান খায়ের, আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব, ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ এবং মুহাম্মদ আহমেদ আব্দ আল–দাইম নাসরাল্লাহ। পাঁচ জনকে আগেই সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  হামজা নামে পরিচিত আর্থিক মদতদাতা সুদানের ব্যবসায়ী। সুদানের প্রাক্তন প্রেসিডেন্ট ওমর বশিরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে দাবি আমেরিকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট আরও দাবি করেছে, হামাসের অর্থদাতাদের মধ্যে তিন জন–আমের কামাল শরীফ আলশাওয়া, আহমেদ সাদু জাহলেব ও ওয়ালিদ মোহাম্মদ মুস্তফা জাদাল্লাহ তুরস্কে গোষ্ঠীটির বিনিয়োগ নেটওয়ার্কের সঙ্গে জড়িত। আর নাসরাল্লাহর ইরানি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। হামাসের সামরিক শাখায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি, দাবি আমেরিকার। ইজরায়েলে হামাসের হামলার সময় তিনি কাতারে ছিলেন বলে জানা গেছে। 
  • Link to this news (আজকাল)