• মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে বিহারের দুটি দল, তুলকালাম কাণ্ড রঞ্জিতে...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে মাঠে দুটো দল! এটাও সম্ভব! শুক্রবার এমনই ঘটনার সাক্ষী থাকল পাটনা। শেষপর্যন্ত পুলিশের হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। বিহার ক্রিকেটকে ঘিরে বিতর্কের শেষ নেই। একসময় বোর্ডের নির্বাসনের কোপেও পড়তে হয়েছিল। অন্তর্দ্বন্দ্বের জেরে আবার বিহার ক্রিকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্রবার মুম্বইয়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে বিহারের দুটো দল পাটনার মঈন উল স্টেডিয়ামে হাজির হয়। বিহার ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রাকেশ তিওয়ারি দল ঘোষণা করেছিলেন। পাশাপাশি সচিব অমিত কুমার আরেকটি টিম ঘোষণা করেন। যার ফলে দুটো দলই মুম্বইয়ের বিরুদ্ধে নামার জন্য উপস্থিত হয় মাঠে। সেই নিয়ে স্টেডিয়ামের বাইরেই বচসা শুরু হয়। কোনটা আসল দল সেটা নিয়ে তুলকালাম কাণ্ড চলে। শেষপর্যন্ত অমিত কুমারের দলকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সকাল সাড়ে ন"টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঝামেলা মেটার পর প্রায় ১টা নাগাদ খেলা শুরু হয়। বর্তমানে সচিব পদ থেকে নির্বাসিত অমিত কুমার কি করে দল ঘোষণা করলেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনা প্রসঙ্গ রাকেশ তিওয়ারি বলেন, "আমাদের বাছা দলই আসল। আইপিএলে সুযোগ পাওয়া শাকিব হুসেন রয়েছে, বৈভব সূর্যবংশীও রয়েছে। নির্বাসিত সচিবের বাছাই করা দল আসল নয়।" পাল্টা অমিত কুমার বলেন, "আমি নির্বাচনে জিতে সচিব হয়েছি। আমাকে নির্বাসিত করা যায় না। ভারতীয় দল ঘোষণার সময় বোর্ডের সভাপতি রজার বিনি তালিকায় সই করেন, না সচিব জয় শাহ করেন?" কোনওক্রমে পুলিশের হস্তক্ষেপে ঘটনার সমাধান হয়। 
  • Link to this news (আজকাল)