• বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি করল মহারাষ্ট্র
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে নতুন করে কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের মধ্যে নয়া বিধি নিষেধ জারি করল মহারাষ্ট্র। বড়দিন এবং নিউ ইয়ারের ছুটিতে যাঁরা রাজ্যের বাইরে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁদের পাঁচ দিনের আইসোলেশনের নির্দেশ দিয়েছে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রসঙ্গত, গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের। মৃতরা তামিলনাড়ু এবং গুজরাটের বাসিন্দা। শনিবার এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গোটা দেশে এখন শীতের সিজন চলছে তাই করোনার প্রকোপ বেড়েছে বলেই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এখনও পর্যন্ত যা খবর তাকে ৫ ডিসেম্বর দেশে সর্বোচ্চ ছিল আক্রান্তের সংখ্যা। ৫ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৮৪১ জন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪,১৮৭ জন। যদিও আক্রান্তরা দ্রুত সুস্থ হয়ে যাচ্ছেন বলেও জানানো হয়েছে। তবে এখনই আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
  • Link to this news (আজকাল)