• শীতে কাঁপছে উত্তর ভারত
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শীতে কাঁপছে গোটা উত্তর ভারত। বাড়তি পাওনা ঘন কুয়াশা। ৯ জানুয়ারি পর্যন্ত এই পরিস্থিতি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাব, উত্তর ও মধ্য দিল্লিতে শীতের কামড় বজায় থাকবে। রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রির কাছে ঘোরাফেরা করছে। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে ঘন কুয়াশার জন্য রাস্তায় যান চলাচল বেশ অসুবিধার মুখে পড়েছে। আগামী বেশ কয়েকদিন এই পরিস্থিতির উন্নতি হবে না। শীতের পাশাপাশি দিল্লির দূষণ বাড়তি মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে সেখানকার বাসিন্দাদের কাছে। কৃত্রিম বৃষ্টির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে দিল্লি সরকার। তবে দূষণের পরিমান এতটাই বেশি যে তাকে সামাল দিতে হিমসিম খাচ্ছে দিল্লির সরকার।  
  • Link to this news (আজকাল)