• ইডির নজরে ‘মহাদেব অ্যাপ’
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিজের বক্তব্যে অটল মহাদেব অ্যাপ কাণ্ডে গ্রেপ্তার হওয়া অসীম দাস। আগেই অসীম জানিয়েছিলেন, তাঁর কাছ থেকে উদ্ধার হওয়ার অর্থের সঙ্গে অন্য কারও যোগাযোগ নেই। ইডি তাঁকে জোর করে নিজেদের ভাষা বসানোর চেষ্টা করছে। তবে এবার অসীম জানিয়েছে এই অর্থের সঙ্গে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর যোগ রয়েছে। নভেম্বর ছত্তিশগড় নির্বাচনের সময় দাসকে নগদ অর্থসহ গ্রেপ্তার করে ইডি। তাঁর কাছ থেকে ৫ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বিজেপির অভিযোগ ছিল এই অর্থ নির্বাচনের কাজে খরচ করতে চলেছে ছত্তিশগড়ের বাঘেল সরকার। এই বিষয়ে এখনই হাল ছাড়তে নারাজ ইডি। মহাদেব অ্যাপের সঙ্গে কারা যুক্ত রয়েছে তাঁদের সকলকে খুঁজে বের করা হবে বলেই আদালতকে জানিয়েছে ইডি। তাঁদের আরও দাবি দাসের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ ভূপেশ বাঘেলের কাছেই যাচ্ছিল।  
  • Link to this news (আজকাল)