• সপ্তাহান্তে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, আগামী সপ্তাহে ফের জাঁকিয়ে শীত বঙ্গে...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে সপ্তাহের শেষে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। ফলে, আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা বাড়বে। দার্জিলিং, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা এবং পশ্চিমের জেলাগুলিতে হাল্কা বৃষ্টির’ও সম্ভাবনা রয়েছে। সকালের দিকে কুয়াশাও থাকবে। তবে আগামী সপ্তাহে ফের তাপমাত্রার পারদ নামতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তরের উপ অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "মূলত দুটো কারণে তাপমাত্রার পারদ নিম্নমুখী হয়। উত্তুরে হাওয়া এবং পরিষ্কার আকাশ। সপ্তাহের শেষে আকাশ মেঘলা থাকবে। আকাশ পরিষ্কার হলে এবং তারপর যদি উত্তুরে হাওয়া প্রবেশ করে তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।" ডিসেম্বরের শেষে তাপমাত্রা এতটাই ঊর্ধ্বমুখী ছিল যে ফ্যান চালাতে হয়েছিল। নতুন বছরের শুরুতে ফের শীত পড়েছে বাংলায়। যে কারণে ভিড় বেড়েছে চিড়িয়াখানা থেকে প্রিন্সেপঘাটে।
  • Link to this news (আজকাল)