• প্রয়াত সিপিএম নেত্রী ও প্রাক্তন বিধায়ক মহারানী কোঙার
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রয়াত সিপিএম নেত্রী ও প্রাক্তন বিধায়ক মহারানী কোঙার। বয়স হয়েছিল ৯০ বছর। পূর্ব বর্ধমানের মেমারিতে নিজ বাসভবনে শুক্রবার দুপুরে তিনি মারা যান। ১৯৫৮ সালে তিনি পার্টির সদস্যপদ লাভ করেন। মেমারি এলাকায় দলের সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ করে মহিলাদের মধ্যে সংগঠন সম্প্রসারিত করায় তাঁর উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি মেমারি কেন্দ্র থেকে তিনবার বিধায়ক নির্বাচিত হন। মহারানী কোঙারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন দলের জেলা সম্পাদক সৈয়দ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য আভাস রায়চৌধুরী, অঞ্জু কর, রাজ্য কমিটির অমল হালদার, অচিন্ত্য মল্লিক, দলের প্রবীণ নেতা অরিন্দম কোঙার প্রমুখ। শুক্রবার মেমারি কালীতলা দলীয় কার্যালয়ে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। সকাল দশটায় বর্ধমানে জেলা কার্যালয়ে মরদেহ নিয়ে যাওয়া হবে। এরপর বেলা বারোটা নাগাদ তাঁর দেহ চিকিৎসা শাস্ত্রের উন্নতি কল্পে বর্ধমান মেডিকেল কলেজের হাতে তুলে দেওয়া হবে।
  • Link to this news (আজকাল)