• রেশন দুর্নীতিতে টাকার অঙ্ক ১০ হাজার কোটি, দাবি ইডির
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারের পর রেশন দুর্নীতি মামলায় আরও গতি আনল ইডি। শনিবার আদালতে ইডি দাবি করল, রেশন দুর্নীতির অঙ্ক কম করে ১০ হাজার কোটি। রেশন দুর্নীতি মামলায় শুক্রবার রাতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। প্রায় ১৭ ঘন্টা তল্লাশির পর শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই নেতার বাড়িতে তল্লাশি ও তাঁকে জেরা করে দুর্নীতির আরও তথ্য উঠে এসেছে বলে দাবি ইডির। শনিবার শঙ্কর আঢ্যকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। সেখানেই ইডির দাবি, শঙ্কর আঢ্যর কোম্পানির মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে চলে গিয়েছে। সবমিলিয়ে ১০ হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য তুলে ধরে ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, ৯০ টি কোম্পানির নাম পাওয়া গিয়েছে। এর মাধ্যমে রাজ্যের রেশনের টাকা বিদেশে পাঠানো হত। ২ হাজার কোটি টাকা দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এদিন দাবি করেছে ইডি। ইডির আরও দাবি, জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর আঢ্যর নাম পাওয়া গিয়েছে। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, চিঠিতে উল্লেখ রয়েছে। 
  • Link to this news (আজকাল)