• যাত্রী পরিবহনের নিরিখে বিশ্বের সেরা দশটি বিমানবন্দরের তালিকায় জায়গা পেল কলকাতা বিমানবন্দর...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ নির্দিষ্ট সময় মেনে পরিষেবা প্রদানের উপর ভিত্তি করে বিশ্বের সেরা ১৫ট বিমানবন্দরের তালিকা প্রকাশ করা হয়েছে। বিমান পরিবহনের তথ্য সংগ্রহকারী সংস্থা সিরিয়াম এই তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকায় প্রকাশিত সেরা ১৫টি বিমানবন্দরের মধ্যে ৩টিই ভারতের। রিপোর্ট বলছে, সবচেয়ে বেশি যাত্রী পরিবহনের ক্ষেত্রে বিশ্বের সেরা ১০টি বড় বিমানবন্দরের মধ্যে দুটি বিমানবন্দর রয়েছে ভারতের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। বেঙ্গালুরুর কেম্পগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিন নম্বর স্থানে। ‘মিডিয়াম’ ক্যাটেগরিতে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে নবম স্থানে। এছাড়া দেশের মধ্যে দ্বিতীয় লাভজনক বিমানবন্দরও হয়েছে কলকাতা। ইন্ডিগো সস্তার বিমান পরিষেবার তালিকায় রয়েছে ৮ নম্বর স্থানে।
  • Link to this news (আজকাল)