• নৈহাটি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজ চলবে, শনি-রবিতে কিছু ট্রেনের পথ বদল, বাতিল কিছু ট্রেন...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের নৈহাটি স্টেশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজ চলবে। আর সেই কারণেই আগামী ৬ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিট থেকে ৭ই জানুয়ারি সকাল ৭টা ১০মিনিট পর্যন্ত মোট ৮ ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। শনিবার ৬ই জানুয়ারি নৈহাটি - ব্যান্ডেল , শিয়ালদা - শান্তিপুর, শিয়ালদা - রানাঘাট এর মধ্যে এক জোড়া করে এবং কল্যাণী সীমান্ত - নৈহাটি র মধ্যে ১টি ট্রেন বাতিল থাকবে। এবং ওই দিন ১৩১৫৩ আপ শিয়ালদা - মালদা টাউন গৌড় এক্সপ্রেস, এবং ১৩১৮৯ আপ শিয়ালদা - বালুরঘাট এক্সপ্রেস নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি স্টেশনে থামবে। পরেরদিন রবিবার ৭ জানুয়ারি নৈহাটি - ব্যান্ডেল এর মধ্যে ৩ জোড়া, এবং শিয়ালদা - কৃষ্ণনগর, শিয়ালদা - শান্তিপুর ও শিয়ালদা - রানাঘাটের মধ্যে এক জোড়া করে ট্রেন বাতিল থাকবে। এছাড়া ৬ জানুয়ারি ছেড়ে আসা ডাউনে ১৩১৬০ যোগবানি - কলকাতা এক্সপ্রেস, ১৫০৫০ গোরক্ষপুর - কলকাতা এক্সপ্রেস, ১৩১৫৪ মালদা টাউন - শিয়ালদা গৌড় এক্সপ্রেস, ১৩১৮৬ জয়নগর - কলকাতা গঙ্গাসাগর এক্সপ্রেস ৭ জানুয়ারি নৈহাটির পরিবর্তে ডানকুনি হয়ে যাবে এবং ডানকুনি স্টেশনে থামবে। এছাড়া ৬ জানুয়ারি ছেড়ে আসা ডাউন ১৩১৪২ নিউ আলিপুরদুয়ার - শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস, ১৩১৬৪ সহরসা - শিয়ালদা হাটেবাজারে এক্সপ্রেস, ১৩১৯০ বালুরঘাট - শিয়ালদা এক্সপ্রেস, ১৩১৪৬ রাধিকাপুর - কলকাতা এক্সপ্রেস নিউ ফারাক্কা, রামপুরহাট, বর্ধমান, ডানকুনি হয়ে যাবে এবং নালহাটি, বর্ধমান এবং ডানকুনি স্টেশনে থামবে বলে রেল সূত্রের খবর।
  • Link to this news (আজকাল)