• আসছে পশ্চিমি ঝঞ্ঝা, গরম বাড়বে, হতে পারে বৃষ্টিও! কবে থেকে'
    ২৪ ঘন্টা | ০৬ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোনা যাচ্ছে, আবার আসছে এক পশ্চিমি ঝঞ্ঝা। যার জেরে ঠান্ডা কমবে, বৃষ্টিও আসবে। কেটে যাবে শীতের আমেজ।আবহবিদের বলছেন, আপাতত উত্তরবঙ্গে (দার্জিলিংয়ে) তুষারপাত, দক্ষিণবঙ্গে বৃষ্টি! আগামীকাল, রবিবার ৭ জানুয়ারি বাংলার বিভিন্ন প্রান্তে কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে অনেকেই কৌতীহলী। শীতের ভরা রবিবার। অনেকেরই নানা প্রোগ্রাম থাকে। শীতের রোদ্দুরে পিঠ সেঁকে শীতের আমেজ নিতে কার না ভালো লাগে।

    আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিম প্রান্তের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হতে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতেও। পাশাপাশি, পার্বত্য অঞ্চলে তুষারপাতের ইঙ্গিতও রয়েছে। যেসব পর্যটক এখনও দার্জিলিংয়ে আছেন, বরফেমোড়া দার্জিলিং দেখার ইচ্ছে তাঁদের পূর্ণ হতেই পারে।তবে তাপমাত্রা কমবে না, মানে ঠান্ডা আপাতত পড়ছে না। আগে একটা অনুমান ছিল, ১০ জানুয়ারির পরে ঠান্ডা পড়তে পারে। তবে এখন যা অবস্থা, তাতে পশ্চিমি ঝঞ্ঝার জেরে এখনই ঠান্ডা পড়ছে না। আগামী সপ্তাহে ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে শহর কলকাতার তাপমাত্রা। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা।
  • Link to this news (২৪ ঘন্টা)