• চীনের থেকে যুদ্ধবিমান কিনছে পাকিস্তান
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বিমানবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে চিনের থেকে জে-৩১ যুদ্ধবিমান কিনতে চলেছে পাকিস্তান। চিনে তৈরি জে-৩১ ‘স্টিলথ’ যুদ্ধবিমান আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ বিমানের মতই। বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে এফ-১৬। তবে চীনের জে-৩১ হাতে আসার পর পাল্টে ফেলা হতে পারে এফ-১৬কে । পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবর জানিয়েছিলেন, জে-৩১ নিয়ে চীনের সঙ্গে কথাবার্তা চলছে। এই যুদ্ধবিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমানবাহিনীর অংশ হতে প্রস্তুত।২ ০২১ সালে নাইজেরিয়াও চিনের থেকে এই যুদ্ধবিমান কিনেছিল। ভারতের হাতে এখনও কোনো ‘স্টিলথ’ যুদ্ধবিমান নেই। তবে বর্তমানে দেশীয় পদ্ধতিতে একটি স্টিলথ যুদ্ধবিমান তৈরি করছে ভারত। সেই ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ)’ ২০৩০ সালের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)