• এবার জলপাইগুড়িতে মোহনবাগানের নামে রাস্তা
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এবার জলপাইগুড়িতে "মোহনবাগান অ্যাভিনিউ।" শিলিগুড়ি, দুর্গাপুরের পর পশ্চিমবঙ্গে মোহনবাগানের নামে তৃতীয় রাস্তার নামকরণ হতে চলেছে। ১১ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে মোহনবাগান অ্যাভিনিউয়ের উদ্বোধন হবে। আশালতা বোস হাই সেকেন্ডারি স্কুল থেকে শনি মন্দির পর্যন্ত শতাব্দীপ্রাচীন ক্লাবের নামে রাস্তার নামকরণ হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল এবং ভাইস চেয়ারপার্সন সৈকত চ্যাটার্জি। প্রাথমিকভাবে ২১ জানুয়ারি একটি অনুষ্ঠানের মাধ্যমে রাস্তার নামকরণ হওয়ার কথা ছিল। কিন্তু ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য পিছিয়ে দেওয়া হয়। শনিবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠকে এমনই জানানো হয়। এদিন বার্ষিক সাধারণ সভার তারিখও ঘোষণা করা হয়েছে। ১৭ ফেব্রুয়ারি ক্লাবতাঁবুতে হবে এজিএম। ২০ এবং ২১ জানুয়ারি ক্লাবের বার্ষিক অ্যাথলেটিক মিট। দীর্ঘদিন পরে আগের বছর ময়দানে ফিরেছে হকি। এবার কলকাতা হকি লিগের প্রথম ডিভিশনের জন্য দল গঠন করা হচ্ছে। কার্যকরী কমিটির বৈঠকে নতুন মিউজিয়াম কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান উত্তম সাহা। 
  • Link to this news (আজকাল)