• ২৯০ রানে পিছিয়ে অন্ধ্রপ্রদেশ, রঞ্জিতে ভাল জায়গায় বাংলা...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রঞ্জিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে ভাল জায়গায় বাংলা। প্রথমে ব্যাট করে ৪০৯ রান তোলার পর দ্বিতীয় দিনের শেষে বিপক্ষের তিন উইকেট তুলে নেন আকাশ দীপ, মহম্মদ কাইফরা। শনিবার বিশাখাপত্তনামে ৩ উইকেট হারিয়ে অন্ধ্রের রান ১১৯। প্রথম ইনিংসে এখনও ২৯০ রানে পিছিয়ে হোম টিম। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে বাংলার রান ছিল ২৮৯। এদিন স্কোরবোর্ডে আরও ১২০ রান যোগ হয়। দ্বিতীয় দিনের শুরুতেই আউট হন নাইটওয়াচম্যান কাইফ। তবে গুরুত্বপূর্ণ রান যোগ করেন মনোজ তিওয়ারি এবং অভিষেক পোড়েল। তাঁদের জন্যই ৪০০ রানের গণ্ডি পার করতে পারে বাংলা। বিশেষভাবে উল্লেখ করতে হবে অভিষেকের নাম। ৩২ রানে মনোজ আউট হওয়ার পরও ঠাণ্ডা মাথায় দলকে এগিয়ে নিয়ে যান বাংলার উইকেটকিপার ব্যাটার।‌ একদিকে ক্রমাগত উইকেট পড়লেও নিজের স্বাভাবিক ছন্দে খেলেন তিনি। কয়েকটা বড় শটও মারেন। শেষপর্যন্ত ১২১ বলে ৭০ রান করে আউট হন অভিষেক। ইনিংসে ছিল ২টি ছয়, ৫টি চার। ৪ উইকেট নেন ললিত মোহন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে অন্ধ্রপ্রদেশ। টপ অর্ডারে রান পান প্রশান্ত কুমার (৪১) এবং জ্ঞানেশ্বর (৩৩)। কিন্তু দিনের শেষে ৩ উইকেট তুলে নেয় বাংলার বোলাররা। একটি করে উইকেটে পান আকাশ দীপ, মহম্মদ কাইফ এবং প্রদীপ্ত প্রামাণিক। ক্রিজে আছেন হনুমা বিহারী (৬)। রবিবার দিনের শুরুতেই অন্ধ্রপ্রদেশের অধিনায়ককে ফেরানোই বাংলার বোলারদের চ্যালেঞ্জ। 
  • Link to this news (আজকাল)