• বিরাট, রোহিতকে টি-২০ বিশ্বকাপে চান গাভাসকর
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: টি-২০ বিশ্বকাপে এখনও বিরাট কোহলি, রোহিত শর্মার খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। যদিও দু"জনেই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলার ইচ্ছাপ্রকাশ করে বোর্ডকে আবেদন করেছে। কিন্তু এখনও আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেনি নির্বাচকরা। এবার দুই মহাতারকার হয়ে সওয়াল করলেন সুনীল গাভাসকর। দু"জনকেই আসন্ন টি-২০ বিশ্বকাপে দেখতে চান কিংবদন্তি। শুধুমাত্র ব্যাটিং নয়, দু"জনের ফিল্ডিংও পার্থক্য গড়ে দেবে বলে মনে করছেন সানি। গাভাসকর বলেন, "ওদের ফিল্ডিং দেখে আমি অভিভূত। ওরা এখনও দারুণ ফিল্ডার। ওরা মাঠে পার্থক্য গড়ে দিতে পারে। গত দেড় বছরে অনবদ্য ফর্মে কোহলি। ২০২৩ বিশ্বকাপে দারুণ খেলেছে। তিনটে শতরান সহ ৭৫০ রান সহজ নয়। তাই সাদা বলের ক্রিকেটে ওর ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন উঠতে পারে না।" আফগানিস্তান সিরিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টের দল নির্বাচন করতে এর মধ্যেই বৈঠকে বসবে নির্বাচক কমিটি। ১১ জানুয়ারি প্রথম টি-২০ ম্যাচ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ২৫ জানুয়ারি। বিশ্বকাপের আগে আফগানদের বিরুদ্ধে মাত্র তিনটে আন্তর্জাতিক টি-২০ খেলার সুযোগ পাবে ভারতীয় দল। শুক্রবার বিশ্বকাপের সূচি ঘোষণা করে আইসিসি। একই গ্রুপে ভারত, পাকিস্তান। ৯ জুন নিউইয়র্কে মুখোমুখি হবে দুই চিরশত্রু। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের অভিযান শুরু। 
  • Link to this news (আজকাল)