• শনিতেই সুখবর, রবির কাছে পৌঁছল আদিত্য এল ওয়ান
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: চাঁদে পায়ের পর হাতের মুঠো সূর্য। সফলভাবে সূর্যের হ্যালো কক্ষপথে পৌঁছল ইসরোর মহাকাশযান আদিত্য এল ওয়ান। ১২৫ দিনে ১৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে সূর্যের কাছে পৌঁছল এই মহাকাশযান। বর্তমানে আদিত্য এল ওয়ান রয়েছে সেখান থেকে বিনা কোন বাধায় দেখা যাবে সূর্যকে। ইসরোর বিজ্ঞানীরা জানাচ্ছেন পরীক্ষা-নিরীক্ষা চালাতে সুবিধা হবে অনেকটাই। আদিত্য এল ওয়ানের এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। তিনি লেখেন, আরও একবার ইতিহাস গড়ল ভারত। আদিত্য এল ওয়ান ভারতের প্রথম সোলার অবজারভেটরি। গত বছর চন্দ্রগ্রহণ থ্রিযের সাফল্যের পরপরই আদিত্য এল ওয়ান লঞ্চ করেছিল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, এরপর এই মহাকাশযান ওই কক্ষপথ থেকে সূর্যকে নানাভাবে পর্যবেক্ষণ করবে। শুধু পৃথিবীকে আলোকিত করা নয় আরও বিভিন্নভাবে সূর্য কাজ করে তাও জানতে পারবে ইসরো।
  • Link to this news (আজকাল)