• ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ও কোচ অশ্বিনী বরাটের স্মৃতিতে শুরু ফুটবল প্রতিযোগিতা ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: চুঁচুড়া ময়দানে শুরু হল দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত এবং অশ্বিনী বরাটের স্মৃতিতে আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগিতা। শনিবার চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে এই প্রতিযোগিতার সূচনা করেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন প্রয়াত সুরজিৎ সেনগুপ্তর ভাই জনি সেনগুপ্ত, হুগলি জেলা ক্রীড়া সংস্থার অন্ততম কর্তা রঞ্জিত ঘোষ প্রমুখ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে রাজ্যের আটটি স্কুল। নক আউট পর্যায়ের আটটি দল নিয়ে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা হবে ২৩ জানুয়ারি। এদিন হয় দুটি কোয়ার্টার ফাইনাল, ১৩ জানুয়ারি হবে আরও দুটি। আগামী ২০ ও ২১ জানুয়ারি হবে দুটি সেমিফাইনাল খেলা। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি। প্রতিযোগিতার আয়োজক হুগলি ব্রাঞ্চ গভঃ স্কুল এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি হুগলি চুঁচুড়া শহরের বিশিষ্ট চিকিৎসক পার্থ ত্রিপাঠি বলেছেন, টিনিবেবং তাঁর সংগঠন অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন এই ধরনের একটা ফুটবল প্রতিযোগিতা করার। বিখ্যাত ভারতীয় দলের ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ছিলেন এক্স স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। তাই তার স্মরণে এই ফুটবল প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়।পাশাপাশি হুগলির প্রখ্যাত ফুটবল প্রশিক্ষক অশ্বিনী বরাট, যিনি সর্বত্রই ভোলা দা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর স্মৃতিতেও এই ফুটবল খেলা হচ্ছে।সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাট দুজনেরই বাংলা তথা ভারতীয় ফুটবলে অবদান অনস্বীকার্য। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানো। বিধায়ক অসিত মজুমদার বলেছেন, প্রথম বছর এই প্রতিযোগিতা সাফল্যের সঙ্গে হোক। পরের বছর আরও বড় করে হবে, এই প্রতিযোগিতার আয়োজনে সাহায্য করবেন তিনি।ছবি পার্থ রাহা
  • Link to this news (আজকাল)