• যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে কেন্দ্রের সরকার, ফের বিস্ফোরক কল্যাণ ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: হুগলির কোন্নগর বই ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়া প্রসঙ্গে তিনি বললেন, ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে বর্তমান কেন্দ্র সরকার। তাই এধরনের ঘটনা ঘটছে। সাংসদ বলেন, যে বিষয় নিয়ে তদন্ত চলছে সেই প্রসঙ্গ নিয়ে তিনি কোনও মন্তব্য করবেন না। তবে হিংসাকে প্রশ্রয় দেওয়ার কোনও জায়গা নেই। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস না থাকলে, সেটাকে যখন ভেঙে দেওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে। ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর। কেন্দ্র সরকার সেই কাঠামোটাকে ভেঙে দিয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভাঙার জন্যই এই ঘটনা। একইসঙ্গে কটাক্ষ করতে ছাড়লেন না কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকেও। বললেন অধীর চৌধুরী বিজেপির দালাল। "অধীর চৌধুরী বিজেপির দালাল, ও আর কী করবে। কোন দিকটা রাখবে বুঝতে পারছে না। ও চাইছে ইন্ডিয়া জোট ভেঙ্গে যায়। কারণ ওর টিকি বাঁধা আছে বিজেপির ঘরে৷ শুভেন্দু অধিকারীর পায়ের তলায় পড়ে আছে অধীর চৌধুরীর মতো বিজেপির দালালরা। ওদের পশ্চিম বাংলায় জায়গা নেই৷ ও চাইছে বিজেপি আবার ক্ষমতায় ফিরে আসুক। যতই বিজেপির পায়ে পড়ে থাকুক অধীর চৌধুরী, আগামী দিনে আর জিততে পারবেন না।" শনিবার সাড়ম্বরে উদ্বোধন হল ১৭ তম কোন্নগর বইমেলা ও পুষ্প প্রদর্শনীর। কোন্নগর স্টেশন সংলগ্ন কালিতলা ময়দানে বইমেলা ও পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। উপস্থিত ছিলেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার দাস প্রমুখ। মেলা চলাকালীন প্রতিদিন থাকছে বিখ্যাত শিল্পীদের নানা সঙ্গীতানুষ্ঠান। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।ছবি: পার্থ রাহা
  • Link to this news (আজকাল)