• হলদিয়া ডকের অদূরে বাংলাদেশি জাহাজে আগুন
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের মুড়িগঙ্গা নদীতে হলদিয়া চ্যানেলে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাস্থা নামের বাংলাদেশি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গেছে, জরুরি মেরামতের জন্য নদীর চরে নোঙর করেছিল জাহাজটি। এদিন সকালে মেরামতের কাজ চলার সময় জাহাজের ইঞ্জিনে হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। প্রাথমিকভাবে জাহাজের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন দ্রুত ছড়াতে থাকলে দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।দমকল বাহিনী জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট এই অগ্নিকাণ্ড হতে পারে। তবে শ্রমিকরা জানান, মেরামত চলাকালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। জানা যায়, পণ্যবাহী এই জাহাজটির আন্ডার গ্রাউন্ডে প্রচুর তেল আছে। একইসঙ্গে জাহাজটিতে মেরামতের কাজ চলার কারণে প্রচুর পরিমাণে গ্যাসের সিলিন্ডারও আনা হয়েছে। এমন অবস্থায় আগুনের ঘটনাটি গোটা উপকূলে রীতিমতো আতঙ্ক সৃষ্টি করে। জাহাজটিতে মোট ১১ জন ক্রু মেম্বার ছিলেন। তাঁরা সকলেই সুরক্ষিত আছেন।
  • Link to this news (আজকাল)