• বিক্ষিপ্ত গন্ডগোল ছাড়া এখনও পর্যন্ত ভোট শান্তিপূর্ণ
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আজ বাংলাদেশের সাধারণ নির্বাচন। রবিবার সকালে চট্রগ্রামের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর ছাড়া, এখনও পর্যন্ত ভোটগ্রহণ পর্ব শান্তিপূর্ণভাবেই চলছে। নির্বাচনের আগে শনিবার চট্টগ্রাম, গাজিপুর, ময়মনসিংহ, শেরপুর, এবং হাবিবগঞ্জ জেলা থেকে ৯টি বুথ জ্বালিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাজধানী ঢাকায় একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু এবং আটজন গুরুতর আহত হয়। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র নাবিয়ুল্লা নবি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি চট্টগ্রামে একটি বৌদ্ধ মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। শাসক দলের একটি কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। আওয়ামি লিগ এই হিংসার ঘটনার জন্য বিএনপি"কে দায়ী করেছে। উল্লেখ্য, বিএনপি শনিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত হরতালের ডাক দিয়েছে। অবাধ ভোট করাতে এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ১০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ জুড়ে সেনাবাহিনী নিযুক্ত থাকবে।
  • Link to this news (আজকাল)