• সাদা কালো প্রচার
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক, ঢাকা: ভোটচিত্র রঙিন নয়, সাদা কালো। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রঙিন পোস্টার লাগানো নিষেধ ছিল। নিষিদ্ধ ছিল হোর্ডিংও। ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যেই এই বিধি আরোপ করেছে আর পি ও অর্থাৎ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার, ১৯৭২। প্রার্থী পিছু খরচ বেঁধে দেওয়া হয়েছে ২৫ লক্ষ বাংলাদেশী টাকা। এর পাইপয়সা হিসেব দিতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু এই সামান্য টাকায় যে ভোটের লড়াই সম্ভব নয়, তা মেনে নিচ্ছেন প্রার্থীরা। তবু নিয়মের স্বার্থে মেনে নিতে বাধ্য তাঁরা। ৫ জানুয়ারি সকাল আটটায় প্রচার শেষ হয়েছে। এখনও রাজধানী ঢাকার আকাশ ঢাকা সাদা কালো পোস্টারের মালায়। দেওয়ালেও সাঁটা সাদা কালো পোস্টার। এমনকী বহুতলের কার পার্কিং-এও চোখে পড়ল পোস্টারের সাদা কালো সমারোহ। বাংলাদেশের জামাকাপড়ের ব্র্যান্ড সাদা কালো যখন এত জনপ্রিয়, চঞ্চল চৌধুরীর "সাদা সাদা কালা কালা" গান যখন সুপারহিট, তখন সাদা কালোতে ভোটের বৈতরণী পেরনো কী আর এমন কঠিন!
  • Link to this news (আজকাল)