• হোম থেকে নিখোঁজ ২৬ বালিকা, জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: হোম থেকে নিখোঁজ ২৬ জন বালিকা। দুই দিন আগেই ঘটনাটি প্রকাশ্যে আনে পুলিশ। যা ঘিরে তোলপাড় মধ্যপ্রদেশ। যদিও শনিবার সন্ধেয় পুলিশ জানিয়েছে, ২৬ জনের মধ্যে ১২ জনের হদিশ পাওয়া গিয়েছে। ১২ জন কিশোরীকে তাদের নিজেদের বাড়িতেই পাওয়া গিয়েছে। ভোপালের পারওয়ালিয়া এলাকার আঁচল মিশনারি অর্গানাইজেশন নামে এক খ্রিষ্টীয় সংস্থা থেকে বালিকারা নিখোঁজ হয়। সম্প্রতি হোমের কাজকর্ম খতিয়ে দেখতে পরির্দশনে এসেছিলেন ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্কা কানুনগো। সেই সময় হোমের রেজিস্ট্রার খতিয়ে দেখার সময় দেখা যায়, মোট ৬৮ জন কিশোরীর মধ্যে ২৬ জন নিখোঁজ। জানা গিয়েছে, সংস্থার কোনও লাইসেন্স ছিল না। রাস্তা থেকে ৬ থেকে ১৮ বছর বয়সিদের তুলে এনে এখানে জোর করে ধর্ম পরিবর্তনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই কাণ্ডে এফ আই আর দায়ের করেছে পুলিশ। জানা গিয়েছে, গুজরাট, ঝাড়খণ্ড, রাজস্থান, এবং মধ্য প্রদেশের সিহোর, রাইসেন, ছিন্দওয়াড়া, বলাঘাট এবং বিদিশা থেকে বালিকারা এই হোমে থাকে। তাদের অধিকাংশই হিন্দু। এই হোমে জোর করে তাদের খ্রিস্টধর্মে দীক্ষিত করা হত বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।
  • Link to this news (আজকাল)