• 'ইডি, সিবিআইকে ভয় পাবেন না', গোপন জায়গা থেকে অডিও বার্তা শেখ শাহজাহানের ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গোপন জায়গা থেকে মুখ খুললেন সন্দেশখালির নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহান! শনিবার সন্ধেয় সন্দেশখালির বাসিন্দা, দলীয় নেতা, কর্মীদের উদ্দেশে তাঁর অডিও বার্তা ছড়িয়ে পড়েছে। যা ঘিরে জল্পনাও তুঙ্গে। অডিও বার্তায় তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, "আমি শেখ শাহজাহান বলছি। আমার অঞ্চলের সভাপতি যাঁরা আছেন, যুব সভাপতি যাঁরা আছেন, মহিলা সভাপতি যাঁরা আছেন, সবার কাছে আমার অনুরোধ, সিবিআই, ইডিকে নিয়ে কোনও ভয় পাবেন না। শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তোমরা বুঝতে পারছ, এটা একটা ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা আমাকে দমাতে পারলে মনে করছে সন্দেশখালিতে তৃণমূলকে দুমড়ে দিতে পারবে। অতএব ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান আছে। আর তোমরা তৃণমূলের সৈনিক। যে ভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার, আপনার পরিবারের জন্য করেছেন, তা অস্বীকার করার কোনও উপায় নেই।" ইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি আরও বলেন, "আমি কোনও অন্যায়, কোনও অপরাধের সঙ্গে যুক্ত নই। কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কোনও রকম অপরাধে যুক্ত, তা হলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেব। সবার কাছে আমার আহ্বান, আপনারা আস্থা-বিশ্বাস রাখুন, আমি কোনও অন্যায়, অপরাধের সঙ্গে যুক্ত নই। ওরা যে ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, ওরা যে চক্রান্ত করছে— এটা মিথ্যা এবং ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে। দেরি হলেও, প্রমাণ হবে।" শেষে শেহ জাহান বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করছেন, সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমার কী হবে, আমি কোথায় যাব, সেটা নিয়ে ভাবনাচিন্তা করার দরকার নেই। সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষ, সমস্ত অঞ্চল সভাপতি, যুব কমিটি, মহিলা কমিটির সভানেত্রী, বুথ সভাপতি, সঙ্গীদের কাছেও আবেদন রাখছি, আপনারা সংগঠন চালিয়ে যান। ভয় পাবেন না। মৃত্যু এক দিন হবেই। তবে এই ষড়যন্ত্রকারীরা এক দিন নিপাত যাবে। সেই আস্থা রাখবেন।" সন্দেশখালিতে ইডির আধিকারিকদের ওপর হামলার পর তৃণমূল নেতার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করা হয়েছে। শেখ শাহজাহানের পরিবারের সদস্যদের নামেও লুকআউট নোটিস জারি রয়েছে। বিএসএফকেও সজাগ থাকতে বলা হয়েছে।
  • Link to this news (আজকাল)