• বেলা গড়াচ্ছে, ভোট বাড়ছে, নৌকার পালে হাওয়া জোরদার
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • তপশ্রী গুপ্ত, ঢাকা: শীতের সকাল। ছুটির আমেজে রাজধানী ঢাকা। প্রথম ঘণ্টা দুয়েকে ভোটের হার ছিল কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজে বুথমুখী নানা বয়সের ভোটারেরা। অনেকেই বেরনোর আগে নিশ্চিত হতে চেয়েছেন, কোথাও গন্ডগোল হচ্ছে না তো! ঢাকার শহরতলি মীরপুর (ক্রিকেটের কল্যাণে মীরপুর স্টেডিয়ামের নাম জানে পৃথিবী) থেকে অভিজাত নিউ মার্কেট অঞ্চলের সিটি কলেজ ভোটকেন্দ্র (সকালে এখানেই ভোট দিয়েছেন শেখ হাসিনা), পুরনো ঢাকার উয়াড়ির হিন্দু অধ্যুষিত এলাকা থেকে ছাত্র আন্দোলন খ্যাত শাহবাগ পর্যন্ত, সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন মানুষ। "ঢাকা শহরকে আজ চেনাই যাচ্ছে না। রোজ যদি এমন হতো!", হাসিমুখে বললেন গাড়ির চালক। যানজটে জেরবার ৩৬৫ দিন, ভোটের দৌলতে আজ ফাঁকা রাজপথ থেকে গলি। শুধু সাইরেন বাজিয়ে যাচ্ছে ব়্যাব, কোথাও বা গন্ডগোলের আগাম খবর থাকায় রাস্তা আটকে দাড়িয়ে আনসার বাহিনী।বেলা বারোটা পর্যন্ত দেশে ভোট পড়েছে ১৮.৫০%।এই সংখ্যাটা খুব একটা উৎসাহব্যঞ্জক নয় ঠিকই, তবে একটু নজর রাখলেই বোঝা যায়, আওয়ামি লিগের পালে হাওয়া জোরদার। শেখ হাসিনার ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা মাত্র। প্রধান বিরোধী দল বিএনপি যে শুধু জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছে তাই নয়, ভোটের ময়দানে তাদের কোনও উপস্থিতিই নেই। পল্টন এলাকায় তাদের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা গেল কলাপসিবল গেটে তালা মারা। ভেতরে উঁকি দিয়ে দেখলাম ধুলোমাখা চেয়ার টেবিল। একা কুম্ভ হয়ে পাহারা দিচ্ছেন বীথি নামের এক মানসিক ভারসাম্যহীন কর্মী। বন্দী ও আত্মগোপনকারী নেতাদের শোকে হাউ হাউ করে কাঁদলেন বীথি।
  • Link to this news (আজকাল)