• ইজরায়েলের বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলাল হিজবুল্লাহ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইজরায়েলের একটি নজরদারি ঘাঁটিতে ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাল লেবাননের হিজবুল্লাহরা। হিজবুল্লাহরা জানিয়েছে, বিভিন্ন ধরনের ৬২টি ক্ষেপণাস্ত্র দিয়ে ‘মিরন এয়ার স্যারভিলেন্স বেস’-এ হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রগুলি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং সেখানে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে।লেবাননের রাজধানী বেইরুটে বসবাসকারী হামাসের উপপ্রধান সালেহ আল আরুরির গুপ্তহত্যার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহদের বিবৃতিতে জানানো হয়েছে। খবরে প্রকাশ, হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ইজরায়েলের পক্ষ থেকে ওই অঞ্চলের বাসিন্দাদেরকে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ের সতর্ক করে সাইরেন বাজানো হয়।
  • Link to this news (আজকাল)