• চারদিন পরই শুরু আফগানিস্তান সিরিজ, কেন এখনও ভারতীয় দল ঘোষণা হল না'...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শেষ হয়ে গিয়েছে। ১১ জানুয়ারি থেকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ। সিরিজ শুরু হতে মাত্র চারদিন বাকি। কিন্তু এখনও দল ঘোষণা করতে পারেনি নির্বাচকরা। শনিবার আফগানিস্তান দল ঘোষণা করে দিলেও, ভারত এখনও পারেনি। এইধরনের পরিস্থিতি সচরাচর দেখা যায় না। কিন্তু কেন দল ঘোষণা করতে এত দেরী হচ্ছে? জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপের ভাবনা ঘুরছে বোর্ড কর্তাদের মাথায়। বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলবে ভারত। সুতরাং, এই সিরিজেই বিশ্বকাপের ব্লু প্রিন্ট তৈরি করতে চাইছে ম্যানেজমেন্ট। কিন্তু সমস্যা বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে। দুই তারকার সঙ্গে আলোচনা করতে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকর। বিরাট এবং রোহিত দু"জনেই টি-২০ সিরিজ খেলার বিষয়ে আগ্রহ দেখিয়েছে। সেক্ষেত্রে দলে ভারসাম্য রাখতে সমস্যায় পড়ছে নির্বাচকরা। দু"জনে খেললে প্রথম ছয়ে কোনও বাঁ হাতি থাকছে না। বাদ পড়তে হবে যশস্বী জয়েসওয়ালকে।‌ জায়গা ছাড়তে হবে ঈশান কিষাণকেও। দেশের জার্সিতে ফিনিশার হিসেবে নজর কেড়েছেন রিঙ্কু সিং। তাঁরও দলে জায়গা পাওয়া কঠিন হবে। আচমকা আরও একটি সমস্যার উদ্রেক হয়েছে। আইসিসি তাঁদের পোস্টারে রোহিতকে রাখলেও, সম্প্রচারকারী চ্যানেলের পোস্টারে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। শেষপর্যন্ত টি-২০ বিশ্বকাপে কে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সেই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। এই জটিল পরিস্থিতির জন্য এখনও আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করতে পারছে না বোর্ড। বিশ্বকাপের কথা ভাবতে গিয়েই দেরী হচ্ছে। 
  • Link to this news (আজকাল)