• ভোপালের হোম থেকে নিখোঁজ ২৬ নাবালিকার খোঁজ মিলল, সাসপেন্ড দুই অফিসার...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: খোঁজ মিলল মধ্যপ্রদেশের ভোপালের হোম থেকে নিখোঁজ ২৬ টি মেয়ের। পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন স্থান থেকে ওই মেয়েদের সন্ধান মিলেছে। নিখোঁজ মেয়েদের মধ্যে ১০ জন ছিল আদমপুর চানি অঞ্চলে। ১৩ জন ছিল বসতি এলাকায়। বাকিদের মধ্যে দুজন টপনগর ও রাইসেনে আছে। প্রসঙ্গত, হোমে গিয়ে তাঁদের মধ্যে ৪১ জনের সন্ধান পায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের কর্তারা। এরপরই প্রশ্ন ওঠে, বাকি ২৬ জন কোথায় ? তবে সকলেরই খোঁজ পাওয়া গিয়েছে। আঁচল মিশনারি অর্গানাইজেশন নামে একটি খ্রীষ্টান সংস্থা শিশু গার্লস হোমটি চালায়। নিখোঁজ হওয়ার খবর আসতেই উদ্বেগ প্রকাশ করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এরপর তদন্তে নেমে জানা যায় হোমটি বেআইনি। ইতিমধ্যেই দুই চাইল্ড ডেভেলপমেন্ট প্রোজেক্ট অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ করা হয়েছে। 
  • Link to this news (আজকাল)