• তীব্র শৈত্যপ্রবাহ, একাধিক রাজ্যে বাড়ল শীতকালীন ছুটি
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নিম্নমুখী পারদ। ঘন কুয়াশায় দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছে। সঙ্গে তীব্র শৈত্যপ্রবাহ। এর জেরেই একাধিক রাজ্যের বিভিন্ন শহরের স্কুলে শীতকালীন ছুটি বাড়ল। পাঞ্জাব, উত্তর হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারের কিছু অংশে রবিবার সকালে অতি ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। পূর্ব উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং ত্রিপুরাও ঘন কুয়াশায় ঢাকা ছিল। জম্মু, পাঞ্জাবের অমৃতসর এবং পাতিয়ালা, হরিয়ানার আম্বালা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশের বরেলি এবং বিহারের পূর্ণিয়ায় আজ সকালে দৃশ্যমানতা ছিল ২৫ মিটার।এদিকে, উত্তরপ্রদেশে তীব্র শৈত্যপ্রবাহের পরিস্থিতিতে, আগামী ১০ জানুয়ারি পর্যন্ত সমস্ত স্কুলের অষ্টম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করেছে লখনউ জেলা প্রশাসন। নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত। রাজধানী দিল্লিতে ১২ জানুয়ারি পর্যন্ত স্কুলগুলিতে পঞ্চম শ্রেণি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। রাজস্থানে ১৩ জানুয়ারি পর্যন্ত অষ্টম শ্রেণি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। মৌসম ভবন জানিয়েছে, উত্তর ভারত জুড়ে আগামী কয়েকদিন তীব্র শৈত্যপ্রবাহ চলবে। ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ের মধ্যে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে হিমাচল প্রদেশেও।
  • Link to this news (আজকাল)