• নন্দীগ্রামে শহীদ দিবসে পালন নিয়ে শুভেন্দুকে একহাত কুণালের
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ব্রিগেড শুরুর আগে থেকেই নন্দীগ্রামে শহীদ দিবসের কর্মসূচি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। শহীদ বেদীতে মাল্যদানের পর শুভেন্দু অধিকারীকে একহাত নিলেন কুণাল ঘোষ। রবিবার ভোরে নন্দীগ্রামে প্রথমে কর্মসূচি পালন করে তৃণমূল। ছিলেন দলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপির হয়ে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে বিশৃঙ্খলা চলছে এই দাবি নিয়ে সুর চড়ান শুভেন্দু। তিনি বলেন, "পুলিশরা তৃণমূলের দলদাসে পরিণত হয়ে গিয়েছে। তৃণমূল নেতাদের বাঁচাতে তাঁরা সদা তৎপর। আমি রাজ্যপালকে অনুরোধ করব রাজ্যের কিছু থানাকে চিহ্নিত করে ৩৫৫ ধারা প্রয়োগ করে দিন।" পাল্টা দিতে দেরি করেনি শাসক দলও। কুণাল ঘোষ বলেন, "বাংলা শান্তিপূর্ণ রাজ্য। বিজেপির প্ররোচনায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। তার জন্য তো দায়ী শুভেন্দুই। সিবিআইয়ের এফআইআরে যার নাম তার মুখে এত কথা মানায় না।" শহীদ স্মরণে মাল্যদান করা নিয়েও শুভেন্দুকে খোঁচা দেন কুণাল। তিনি বলেন, "ওদের শহীদ স্মরণের কোনো অধিকারই নেই।"
  • Link to this news (আজকাল)