• ব্রিগেড থেকে কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে বিঁধলেন সেলিম-মীনাক্ষী...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর ৫০ দিনের ‘ইনসাফ যাত্রা’ শেষ হয়েছিল গত ২২ ডিসেম্বর। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার ব্রিগেডে হয় ‘ইনসাফ সমাবেশ’। ব্রিগেডের মঞ্চ থেকে এদিন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ‘যে মাঠে বলেছিল খেলা হবে, তার দখল নিতে এসেছি। গোটা রাজ্যের রাজনীতির যখন দখল নেয় বামেরা, তখন ডানদিকের অসুবিধা হয়।’ মীনাক্ষী আরও বলেন, ‘কারা বলে বামপন্থীরা শূন্য। ওঁরা বামেদের ভয় পান। আমাদের রাগ নেই। ভয় নেই। এদিন বিজেপিকেও কটাক্ষ করতে ছাড়েননি মীনাক্ষী। নাম না করেই জানান, ‘এরা রেল বিক্রি করছে, নদী-নালা বিক্রি করছে।’সিপিএম নেতা মহম্মদ সেলিমের গলাতেও ছিল আক্রমণের সুর। তিনি বলেন,‘বামপন্থা ফাঁকা আওয়াজ দেয় না। ১০০ দিনের কাজের টাকা নেই। এর হিসাব রাজ্য সরকারকে দিতে হবে। ’ 
  • Link to this news (আজকাল)