• মলদ্বীপে সাসপেন্ড তিন মন্ত্রী
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দ্রুত আকারে ছড়াচ্ছে বিতর্ক, তড়িঘড়ি নেওয়া হয়েছে ব্যবস্থা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মন্তব্য করে বিপাকে মলদ্বীপের তিন মন্ত্রী। মরিয়ম শিউনা, মালশা শরীফ এবং মহজুম মাজিদকে সাসপেন্ড করা হয়েছে। মোদির লাক্ষাদ্বীপ সফরের পরই তা নিয়ে কটাক্ষ এবং আপত্তিকর মন্তব্য করেন মলদ্বীপের এক মন্ত্রী। মন্ত্রীর এই মন্তব্যের জের এখন দুদেশের ওপর পড়েছে। ওই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন সেখানকার প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ। বর্তমান প্রেসিডেন্টকে তিনি পরামর্শ দিয়েছেন, সারা বিশ্বকে জানিয়ে দেওয়া হোক, মন্ত্রীর মন্তব্য একান্তই তাঁর ব্যাক্তিগত। তার সঙ্গে কোনও সম্পর্ক নেই সরকারের। ইতিমধ্যে মলদ্বীপের অনেকের সামাজিক যোগযোগ মাধ্যমে কমেন্ট পড়ে বিস্ময় প্রকাশ করেছেন অক্ষয় কুমার। ভারতীয়দের ওপর ঘৃণামূলক এবং বর্ণবাদী মন্তব্যে তিনি বিস্মিত। অক্ষয়কুমার ছাড়াও একগুচ্ছ বলিউড তারকা এই প্রসঙ্গে নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
  • Link to this news (আজকাল)