• মার্কিন পর্যবেক্ষকদের নিয়ে ক্ষুব্ধ মোমেন
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক, ঢাকা: নির্বাচন সফল করার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিদেশী পর্যবেক্ষকদের সঙ্গে ঘরোয়া আলোচনার পর তিনি সাংবাদিকদের বলেন, মূলত ভোটের নির্বাচনী পদ্ধতি নিয়ে জানতে চেয়েছেন তাঁরা। মোমেন উষ্মা প্রকাশ করে বলেন, "আমেরিকার পর্যবেক্ষকেরা ভোটের দুঘন্টা আগে ভোর ছটায় তাঁর কেন্দ্র সিলেট ১ -এ গেছিলেন দেখতে ব্যালটে আগাম কারচুপি করা হচ্ছে কিনা। এটা হাস্যকর।"ভোটের দিনটিকে গণতন্ত্রের জয়ের দিন আখ্যা দিয়েছে আওয়ামি লিগ। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নতুন প্রজন্মের ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। তাঁর দাবি, ৪২,০০০ ভোটকেন্দ্রে ৩৭ টি সন্ত্রাসের ঘটনা উল্লেখযোগ্য কিছু নয়। তিনি জানান, আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনা দলীয় কর্মীদের বিজয় মিছিল করতে বা কোনো গন্ডগোলে জড়িয়ে পড়তে নিষেধ করেছেন।
  • Link to this news (আজকাল)