• আপের হয়ে লোকসভা ভোট লড়বেন জেলবন্দী চৈতর
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আপের হয়ে লোকসভা ভোট লড়বেন জেলবন্দী বিধায়ক চৈতর ভাসাভা। গুজরাটের ভারুচ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হবেন তিনি। রবিবার তেমনটাই জানিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। লোকসভা ভোট সামনেই। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করছে। বিরোধী জোটের আসন রফা এবং প্রার্থী নাম নিয়ে জল্পনা তুঙ্গে। তার মাঝেই একে একে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছে রাজনৈতিক দলগুলি। রবিবার ভারুচে জনসভা ছিল আম আদমি পার্টির। সেখান থেকেই দলের সুপ্রিমো ঘোষণা করেন জেলবন্দী চৈতর ওই লোকসভা কেন্দ্র থেকে ভোট লড়বেন। দিল্লির মুখ্যমন্ত্রী আজ জনসভায় বক্তৃতা দেওয়ার সময় বলেন, চৈতর ভাসাভাকে গ্রেপ্তার করা হয়েছে, কারণ তিনি আদিবাসী সম্প্রদায়ের অধিকারের জন্য লড়াই করছেন। তিনি আরও বলেন, বিজেপি প্রায় তিন দশক ধরে গুজরাটের মসনদে থাকলেও আদিবাসী সম্প্রদায়কে তারা সর্বদা উপেক্ষা করেছে । অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, তিনি সোমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজপিপলা জেলে ভাসাভার সঙ্গে দেখা করবেন। এই লড়াই শুধু চৈতর নয়, সমগ্র আদিবাসী সম্প্রদায়ের জন্য লড়াই বলে দাবি করেছেন আপ সুপ্রিমো।
  • Link to this news (আজকাল)