• দিল্লিতে মাথা পিছু আয় বৃদ্ধি
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: দিল্লিতে মাথা পিছু আয় বেড়েছে ১৪ শতাংশ। সরকারি রিপোর্টে এই তথ্য আসার পরেই উচ্ছ্বসিত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ২০২৩ সালের রাজ্যের পরিসংখ্যানে জানানো হয়েছে, দিল্লিবাসীর মাথা পিছু বার্ষিক আয় ৩,৮৯, ৫২৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৪,৪৪,৭৬৮ টাকা। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী এক্স অ্যাকাউন্টে জানিয়েছেন, দিল্লির মানুষের সমষ্টিগত চেষ্টা এবং কঠোর পরিশ্রমের ফল এই পরিসংখ্যান।এক্স অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল লিখেছেন, "যে কোনও রাজ্যে এক বছরে মাথা পিছু আয়ে এই পরিসংখ্যান বিপুল বৃদ্ধি। ২ কোটি দিল্লিবাসীর কঠোর পরিশ্রম এবং দিনরাত এক করে দিল্লি সরকারের কাজের ফলাফল। গত ৯ বছরে উদ্ভাবনী এবং অগ্রগতি দিকে তাকিয়ে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" একইসঙ্গে তিনি আরও লিখেছেন, "তবে আরও অনেকটা পথ চলতে হবে। বিশ্রামের আগে আরও অনেক পথ হাঁটতে হবে (মাইলস টু গো বিফোর আই স্লিপ)।" সরকারি পরিসংখ্যান অনুযায়ী দিল্লিতে মাথা পিছু আয় বৃদ্ধির যে পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, তা জাতীয় গড়ের থেকে ১৫৮ শতাংশ বেশি। একটি বিবৃতিতে দিল্লি সরকার জানিয়েছে, দিল্লিতে ন্যূনতম মজুরির পরিমাণ সবচেয়ে বেশি। দিল্লিতে অদক্ষ কর্মীদের ন্যূনতম পারিশ্রমিক ১৭,৪৯৪ টাকা, অল্প দক্ষ কর্মীদের ক্ষেত্রে ১৯,২৭৯ টাকা এবং দক্ষ কর্মীদের ক্ষেত্রে ২১, ২১৫ টাকা। দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, দিল্লিতে বিদ্যুৎ পরিষেবা গ্রহণে গ্রাহকের সংখ্যা বেড়েছে ২.৮ লক্ষ এবং ২০২২-২৩ সালেই জলের নতুন সংযোগের পরিমাণ ১ লক্ষ।
  • Link to this news (আজকাল)