• জেল থেকেই নির্বাচনে মনোনয়ন, রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে পারবেন সঞ্জয়...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবারেই জানা গিয়েছিল আপ পরের দফাতেও ভরসা রাখছে তাঁর ওপর। মেয়াদ শেষের পর এবার জেল থেকেই রাজ্যসভার নির্বাচন লড়বেন আপ নেতা সঞ্জয় সিং। এবার নির্বাচনে মনোনয়ন দাখিলের জন্য তিনি দেখা করতে পারবেন রিটার্নিং অফিসারের সঙ্গে, তেমনটাই অনুমতি দিয়েছে দিল্লির আদালত। তিহাড় জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, তাতে জানানো হয়েছে ৮ এবং ১০ জানুয়ারি সঞ্জয় সিং রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করতে পারবেন সশরীরে। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় এই মুহূর্তে জেলে রয়েছেন আপ নেতা, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। ২৭ জানুয়ারি তাঁর সাংসদ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে। তবে তাঁর ওপরেই আস্থা রেখেছে দল। অন্যদিকে সুশীল কুমার গুপ্তর মেয়াদ শেষ হওয়ার পর তাঁর জায়গায় এবার আপের হয়ে নির্বাচন লড়বেন দিল্লি কমিশন ফর ইউমেন-এর চেয়ারম্যান স্বাতী মালিওয়াল।
  • Link to this news (আজকাল)