• মন্ত্রীকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, সমাজবাদী পার্টির নেতার বিরুদ্ধে মামলা দায়ের...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মন্ত্রীকে তাঁর বাড়িঘর সমেত জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা মুকেশ সিদ্ধার্থ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ। ঘটনার সূত্রপাত কী? সমাজবাদী পার্টির ওই নেতার অভিযোগ ছিল মিরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি বৈঠকে বিরোধী দলের দলীয় পুরপ্রতিনিধিদের মারধোর করা হয়েছে। এই অভিযোগের পরেই সমাজবাদী পার্টির নেতা বলেছেন, "যদি ১০ জানুয়ারির মধ্যে উত্তরপ্রদেশের মন্ত্রী সোমেন্দ্র তোমরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেওয়া উচিত, গাড়ি জ্বালিয়ে দেওয়া উচিত, তাঁকে জ্বালিয়ে দেওয়া উচিত। শহর জ্বালিয়ে দেওয়া উচিত।" সঙ্গেই তিনি বলেন, এটি কেবলমাত্র একটি স্ফুলিঙ্গ, যখন সেটি আগ্নেয়গিরিতে পরিণত হবে, তখন সরকার টের পাবে। মুকেশ সিদ্ধার্থ উত্তরপ্রদেশ তফসিলি জাতি ও তফসিলি উপজাতি কমিশনের প্রাক্তন ভাইস চেয়ারম্যান। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি। ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই বিতর্কিত মন্তব্য। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
  • Link to this news (আজকাল)