বিক্রম দাস ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সন্দেশখালির ঘটনার পর ফেরার থেকেও তৃণমূল কংগ্রেসের নেতাদের উদ্দেশ্যে ফোনে বক্তব্য রেখেছেন শেখ শাহজাহান। সেই অডিও প্রকাশ্যে এসেছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করতে পারেনি জি ২৪ ঘণ্টা। এদিকে ওই অডিও কীভাবে ভাইরাল হল তা নিয়ে দিল্লিতে গোপন রিপোর্ট দিল ইডি। কাদের সঙ্গে যোগাযোগ শাসকদলের নেতার, তাণ্ডবের পর কাদের মদতে চম্পট, এজেন্সির লোকজনের উপরে হামলার সময় কী করছিল পুলিস? এনিয়ে কেন্দ্রকে বিস্তারিত গোপন রিপোর্ট দিল ইডি। এমনটাই সূত্রের খবর।
এদিকে, শেখ শাহজাহানের সীমান্ত পার হওয়া আটকাতে লুক আউট সার্কুলার জারি করেছিল ইডি। সূত্রের খবর সেই সার্কুলারের জেরে সীমান্ত পার হতে পারেনি শাহজাহান। আওয়ামী লিগ বিরোধী শাহজাহানের উপরে নজর রেখেছে Rab-ও। ফলে মনে করা হচ্ছে এরাজ্যেই রয়েছে শাহজাহান।ইডি সূত্রে খবর, সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘটনার দিনই বাংলাদেশ পালানোর ছক কষেছিল। তার সেই ছক ভেস্তে গিয়েছে। কারণ আজ বাংলাদেশে ভোট রয়েছে। ফলে সীমান্তে নিরাপত্তা অত্যন্ত কড়া নিজরদারি রেয়েছে বাংলাদেশের। ইডি সূত্রে খবর, শেখ শাহজাহান কীভাবে পালিয়ে গেল তা নিয়ে রিপোর্ট, ঘটনার সময়ে রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে। বরং নির্দিষ্টভাবে বলা হয়েছে সুন্দরবন এলাকাতেই রয়েছে শেখ শাহজাহান। এদিকে, স্পিড বোট নিয়ে উপকূলবর্তী এলাকায় তল্লাশি চালাচ্ছে বিএসএফ।সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার পরিপ্রেক্ষিতে সিআরপিএফ আইজির সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রায় ৪৫ মিনিট ধরে তদের মধ্যে বৈঠক হয়। জানা যাচ্ছে শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে গিয়ে কী হয়েছিল তা আইজির কাছে জানাতে চান রাজ্যপাল। অর্থাত্ ইডি অফিসাররা কীভাবে আক্রান্ত হলেন, সেইসময় সিআরপিএফ কী করছিল তা জেনে নেন সি ভি আনন্দ বোস। গ্রামবাসীরা কেন হঠাত্ কেন একটা ক্ষুব্ধ হয়ে উঠল তা জানতে চান রাজ্যপাল। কীভাবে ইডি অফিসাররা মার খেলেন, কেন তাদের রক্ষা করা গেল না তাও জানতে চান রাজ্যপাল।