• নিলামে বিক্রি হয়ে গেল দাউদ ইব্রাহিমের জন্মভিটে
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: গত বছরের ডিসেম্বর মাসে খবর ছড়িয়ে পড়েছিল গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের করাচির হাসপাতালে ভর্তি রয়েছেন মোস্ট ওয়ান্টেড ভারতীয় মাফিয়া ডন দাউদ ইব্রাহিম।দাউদের ঘনিষ্ঠ সহচর ছোটা শাকিল জানায়, খবরটি ভুয়ো। দাউদ সুস্থ এবং ভাল আছেন। তবে সন্ত্রাসবাদী দাউদ ইব্রাহিমের জব্দ করা জন্মভিটেসহ তার পরিবারের মোট তিনটি সম্পত্তি নিলামে তুলে বিক্রি করেছে মহারাষ্ট্র প্রশাসন। এই সম্পত্তি মোট ২ কোটি টাকায় বিক্রি করা হয়েছে। জানা গিয়েছে, দাউদের মা আমিনা বাইয়ের নামে এই সম্পত্তি ছিল। সফেমা অ্যাক্টের আওতায় ওই বাড়ি নিলাম করা হয়েছে। চারটি সম্পত্তির মধ্যে ২টি সম্পত্তি কেনার জন্য ৪ থেকে ৩ জন দরদাম করেছেন। এই সম্পত্তির ভিত্তিমূল্য ছিল ১৫ হাজার টাকা। দাউদ ইব্রাহিমের ওই পারিবারিক সম্পত্তি কিনেছেন প্রাক্তন শিবসেনা নেতা ও আইনজীবী অজয় শ্রীবাস্তব। ওই সম্পত্তিতে সনাতন পাঠশালা গড়ার পরিকল্পনা করছেন বলে জানান তিনি।
  • Link to this news (আজকাল)