• হামাসের সামরিক শাখা প্রধান দেইফের ছবি প্রকাশ করল ইজরায়েল...
    আজকাল | ০৮ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মহম্মদ দেইফের ছবি প্রকাশ করল ইজরায়েল। গাজায় পাওয়া হার্ড ড্রাইভে এই ছবি ছিল বলে জানিয়েছে ইজরায়েলি বাহিনী।আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি হামাসের সামরিক শাখার প্রধান মহম্মদ দেইফের একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে তাঁকে একটি প্লাস্টিকের কাপে চা খেতে দেখা গিয়েছে। সঙ্গে অন্য হাতে দেখা গিয়েছে কিছু মার্কিন ডলার। গত মাসে ইহুদি সেনাবাহিনী গাজায় একটি সুড়ঙ্গ এবং সেখানে একটি হুইলচেয়ারের সন্ধান পায়। এটি দেইফের বলে মনে করা হয়েছিল। কথিত আছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার আগে দেইফ টেলিভিশনে বক্তব্য দেন। তার বক্তব্য শুনেই হামাস নেতারা ইজরায়েলে ঝাঁপিয়ে পড়ে। অক্টোবরের হামলাকে আল–আকসার বন্যা বা আল–আকসা ফ্লাড বলে উল্লেখ করে হামাস। ইসরায়েলের ভূখণ্ডে মাত্র ২০ মিনিটে হামাসের হাজার পাঁচেক রকেট নিক্ষেপের পরপরই একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে কথা বলতে শোনা যায় হামাসের কমান্ডার মহম্মদ দেইফকে। ইজরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে।
  • Link to this news (আজকাল)